Posts

CJN প্রবাসী কল্যাণ ফোরামের কমিটির সংস্কার করা হয়েছে

Image
 CJN প্রবাসী কল্যাণ ফোরামের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় পুনরায় কমিটি সংস্কারের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছ। সভাপতি এবং সাধারণ সম্পাদক ও অন্যান্য বেশিরভাগ পদ পূর্ণবহল রেখে আবার নতুন কিছু পদ সংযুক্ত করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  ১. সভাপতি আরিফ হোসেন  ২. সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা জাশেদ ভূঁইয়া  ৩. সহ সভাপতি আজিজুল হক স্বপন মোল্লা  ৪. সহ সভাপতি জামাল হোসেন  ৫. সহ সভাপতি ইসমাইল হোসেন  ৬. সহ সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া  ৭. সহ সভাপতি জহিরুল হক  ৮. সাধারণ সম্পাদক মোঃ আলম ৯. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন  ভূঁইয়া  ১০. সাংগঠনিক সম্পাদক মাষ্টার সাইফুল ইসলাম  ১১. সাংগঠনিক সম্পাদক ১ শামসুল হক  ১২. সাংগঠনিক সম্পাদক (২) সাদ্দাম হোসেন পাটোয়ারী  ১৩. সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাঈমুল হাসান  ১৪. প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ জুয়েল  ১৫. সহ প্রচার সম্পাদক মোঃ মাসুদ ভূঁইয়া  এছাড়া বাকি যারা পূর্বের কমিটিতে ছিলেন আপনাদের পদ বা দায়িত্ব যথাযথ বহাল রইল আশা করি আপনাদের এই নতুনদেরকে সাথে নিয়ে নবীন এবং প্রবীন মিলে সংগঠনের...

মুরাদ মাহবুবকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সহ দপ্তর সম্পাদক করা হয়েছে

Image
 মুরাদ মাহবুব CJN প্রবাসী কল্যাণ ফোরামের নিয়মিত সদস্য ছিলেন মুরাদ মাহবুব সৌদি প্রবাসী চৌকুড়ী গ্রামের মরহুম মাহবুল হক সরদারের সন্তান তিনি দীর্ঘদিনের সংগঠনের অত্যান্ত প্রজ্ঞার সাথে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন, তাই তাকে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী তাকে সম্মান সৌরভ সহ দপ্তর সম্পাদক করেছে।

CJNPKF এর সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল হক এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

Image
 আমরা গভীর শোকাহত মরহুমের আত্মার মাগফেরাত ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি  CJN প্রবাসী কল্যাণ ফোরামের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব  সিরাজুল হকের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপদেষ্টা মন্ডলী কার্যনির্বাহী ও সকল সদস্যবৃন্দ 

CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে ঘর নির্মাণ কাজের উদ্বোধন. cjn expatriate welfare forum. Inauguration of house construction work

Image
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আকাশ এবং জমিনের মালিক।   CJN প্রবাসী কল্যাণ ফোরাম উদ্যোগে, একটি পরিবারের জন্য একটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন, এ সময় উপস্থিত ছিলেন,  ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব জামাল উদ্দিন জামাল,  সাবেক মেম্বার জনাব গাজী শাহাদাৎ হোসেন,  CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের উপদেষ্টা জনাব, আমির হোসেন  CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন, CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের উপদেষ্টা জনাব কাজী জাহাঙ্গীর আলম,  CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াছ হাবিব ভূঁইয়া  সহ, স্থানীয় নেতৃবৃন্দ, আপনারা যারা অর্থ, সময় ও মেধা দিয়ে অবদান রেখেছেন, আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন, আমিন। Alhamdulillah All praise be to Allah, Lord of the heavens and the earth.  Under the initiative of CJN Expatriate Welfare Forum, inaugurated the construction of a house for a family, present at this time, Mr. Jamal Uddin Jamal, current member of Ward No. 9, and former member M...

CJN প্রবাসী কল্যাণ ফোরামের উপদেষ্টা মনোনয়ন প্রসঙ্গ

Image
 গত ১০ ই জানুয়ারি ২০২৪ CJN প্রবাসী কল্যাণ ফোরামের কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল আলোচনায় ৩ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয় তারা হলেন ১. জনাব, বেলাল হোসেন তিনি আইল্যান্ড প্রবাসী জনাব বেলাল হোসেন দীর্ঘদিন থেকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সাথে বিভিন্ন সামাজিক ধর্মীয় সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার প্রতি অর্পিত দায়িত্বের মাধ্যমে সমাজ ও মানবতার কাজের জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করবে।  ২. জনাব, শহিদ উল্লাহ তিনি লন্ডন প্রবাসী জনাব শহিদ উল্লাহ দীর্ঘদিন থেকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সাথে বিভিন্ন সামাজিক ধর্মীয় সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার প্রতি অর্পিত দায়িত্বের মাধ্যমে সমাজ ও মানবতার কাজের জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করবে।  ৩. জনাব, মাঈল উদ্দিন ভূঁইয়া (ভুলু) তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মাঈন উদ্দিন ভূঁইয়া (ভুলু) দীর্ঘদিন থেকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সাথে বিভিন্ন সামাজিক ধর্মীয় সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার প্রতি অর্পিত দায়িত্বের মাধ্যমে সমাজ ও মানবতার কাজের ...

CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে ৩০০০০০ তিন লক্ষ টাকায় চৌকুড়ী কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মান

Image
  চৌকুড়ী জিয়াশ পুকুরপাড় জাতীয় কবরস্থানের বহুদিন ধরে বিভিন্ন অংশে পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই লক্ষ্যে গত ১২-১২-২৩ ইং  CJN প্রবাসী কল্যাণ ফোরাম বাউন্ডারি ওয়াল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের সহযোগিতায়বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে গত  ২৮-০২-২৩ ইং তারিখে নির্মাণ কাজ শুরু করা হয় এবং ১৩-৩-২৩ ইং তারিখে নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়েছে ।  এই ব্যয়বহুল কাজ আল্লাহ পাক সংগঠনের মাধ্যমে কবুল করেছেন বিধায় আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি  এবং আপনাদের আন্তরিক এবং সহযোগিতার জন্য  মহান রবের নিকট প্রার্থনা করি তিনি যেন আপনাদের এই সহযোগিতার উত্তম জাযা দান করেন।  আমিন

CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে জাতীয় কবরস্থান বাউন্ডারি নির্মাণ কাজের উদ্বোধন

Image
  চৌকুড়ী জিয়াশ পুকুরপাড় জাতীয় কবরস্থানের বহুদিন ধরে বিভিন্ন অংশে পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই লক্ষ্যে CJN প্রবাসী কল্যাণ ফোরাম তাদের সাধ্যের মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ এতে আপনাদের যথেষ্ট সারা পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সকলের প্রিয় সংগঠন CJN প্রবাসী কল্যাণ ফোরামের কাজটা আজ ২৮-০২-২৩ ইং স্থানীয় প্রতিনিধি ও প্রবাসী কল্যাণ ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে সকলের জন্য দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।  মহান রবের নিকট সাহায্য প্রার্থনা করি যারাই কাজটা পরিচালনা করতেছেন তারা যেহেতু সুস্থ সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারে। কাজটা অনেক ব্যয়বহুল আমাদের এখন পর্যন্ত যে কালেকশন এতে সম্পূর্ণ কাজ করা সম্ভব হবে না আপনারা চাইলে আরো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা অনেকেই নিজেরা থাকার জন্য কত না সুন্দর করে বাড়িঘর নির্মাণ করছি কিন্তু আমাদের শেষ ঠিকানা এই গোরস্থান আমাদেরই রক্ষা করার দায়িত্ব। আসুন সবাই মিলে এই গোরস্থানের বাউন্ডারি ওয়ালের কাজে আর্থিকভাবে সহযোগিতা করি জাযাকাল্লাহ খায়ের।