Posts

Showing posts from February, 2023

CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে জাতীয় কবরস্থান বাউন্ডারি নির্মাণ কাজের উদ্বোধন

Image
  চৌকুড়ী জিয়াশ পুকুরপাড় জাতীয় কবরস্থানের বহুদিন ধরে বিভিন্ন অংশে পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই লক্ষ্যে CJN প্রবাসী কল্যাণ ফোরাম তাদের সাধ্যের মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ এতে আপনাদের যথেষ্ট সারা পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সকলের প্রিয় সংগঠন CJN প্রবাসী কল্যাণ ফোরামের কাজটা আজ ২৮-০২-২৩ ইং স্থানীয় প্রতিনিধি ও প্রবাসী কল্যাণ ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে সকলের জন্য দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।  মহান রবের নিকট সাহায্য প্রার্থনা করি যারাই কাজটা পরিচালনা করতেছেন তারা যেহেতু সুস্থ সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারে। কাজটা অনেক ব্যয়বহুল আমাদের এখন পর্যন্ত যে কালেকশন এতে সম্পূর্ণ কাজ করা সম্ভব হবে না আপনারা চাইলে আরো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা অনেকেই নিজেরা থাকার জন্য কত না সুন্দর করে বাড়িঘর নির্মাণ করছি কিন্তু আমাদের শেষ ঠিকানা এই গোরস্থান আমাদেরই রক্ষা করার দায়িত্ব। আসুন সবাই মিলে এই গোরস্থানের বাউন্ডারি ওয়ালের কাজে আর্থিকভাবে সহযোগিতা করি জাযাকাল্লাহ খায়ের।

সাহায্য নয় সহযোগিতা ত্রাণ নয় উপহার

Image
  প্রতিবার ন্যায় এইবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে CJN প্রবাসী কল্যাণ ফোরাম ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এতে আপনাদের সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করি।  দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতি মন্দা ও কর্মহীনতার কারণে অনেক পরিবারেই তাদের তিন বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে, তারই মধ্যে রমজানের ইফতার ও অতিরিক্ত খরচগুলো এসমস্ত পরিবারগুলোর জন্য অনেকটা সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে।  আমাদের মধ্যে যারা বিত্তবান আছি তাদের সকল খরচ বহন করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। কিন্তু সবাই সম্মিলিতভাবে একটু একটু করে সহযোগিতার মাধ্যমে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। এবারে আমরা রমজানের ইফতারের যে প্যাকেটিং গুলো করবো প্রতি প্যাকেট এর মূল্য হয়তো ১০০০-১২০০ টাকার মধ্যে থাকবে। বর্তমান সময়ে হাজার বারোশত টাকা অনেকেই বন্ধু-বান্ধবের সঙ্গে নাস্তার বিলও দিতে হয়।  আসুন না এই রমজানে আমাদের ব্যক্তিগত অতিরিক্ত খরচ না করে এই মানুষগুলোর পাশে দাঁড়াই, একজন রোজাদার রোজা রেখে যেই সওয়াব পায় অন্য একজন রোজদারকে ইফতার করালে সমান সওয়াব পাওয়া যায়, চিন্তা করেন একটা ফ্যামিলিতে ৫-৬ জন যদি...

CJN প্রবাসী কল্যাণ ফোরামের কার্যকর কমিটির আংশিক অব্যাহাতি দেওয়া হলো।

 CJN প্রবাসী কল্যাণ ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন সামাজিক কর্মে কাণ্ডে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন আজ তারা প্রবাস জীবনের ইতি টেনে নিজ মাতৃভূমিতে অবস্থান করছেন। তাই আপনাদেরকে সম্মানের সঙ্গে কার্যকর কমিটি থেকে অব্যাহাতি দেওয়া হল।  মোহাম্মদ আহমেদ সাবেক উপদেষ্টা, আহসা উল্লাহ সাবেক সহসভাপতি, কাজি গোলাম রসুল সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, মাসুম পাটোয়ারী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নিশাত ভূঁইয়া সাবেক সাহিত্য গ্রন্থ বিষয়ক সম্পাদক,  আপনাদেরকে CJN প্রবাসী কল্যাণ ফোরাম সব সময় ভালোবাসার সাথে স্মরণ করবে এবং দেশের সকল কর্মকান্ড আপনাদেরকে দিয়েই পরিচালনা করা হবে। আপনাদের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি জাযাকাল্লাহ খায়ের।