Posts

Showing posts from August, 2023

CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে ৩০০০০০ তিন লক্ষ টাকায় চৌকুড়ী কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মান

Image
  চৌকুড়ী জিয়াশ পুকুরপাড় জাতীয় কবরস্থানের বহুদিন ধরে বিভিন্ন অংশে পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই লক্ষ্যে গত ১২-১২-২৩ ইং  CJN প্রবাসী কল্যাণ ফোরাম বাউন্ডারি ওয়াল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের সহযোগিতায়বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে গত  ২৮-০২-২৩ ইং তারিখে নির্মাণ কাজ শুরু করা হয় এবং ১৩-৩-২৩ ইং তারিখে নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়েছে ।  এই ব্যয়বহুল কাজ আল্লাহ পাক সংগঠনের মাধ্যমে কবুল করেছেন বিধায় আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি  এবং আপনাদের আন্তরিক এবং সহযোগিতার জন্য  মহান রবের নিকট প্রার্থনা করি তিনি যেন আপনাদের এই সহযোগিতার উত্তম জাযা দান করেন।  আমিন