CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে ঘর নির্মাণ কাজের উদ্বোধন. cjn expatriate welfare forum. Inauguration of house construction work
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আকাশ এবং জমিনের মালিক। CJN প্রবাসী কল্যাণ ফোরাম উদ্যোগে, একটি পরিবারের জন্য একটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন, এ সময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব জামাল উদ্দিন জামাল, সাবেক মেম্বার জনাব গাজী শাহাদাৎ হোসেন, CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের উপদেষ্টা জনাব, আমির হোসেন CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন, CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের উপদেষ্টা জনাব কাজী জাহাঙ্গীর আলম, CJN প্রবাসী কল্যাণ ফোরাম ফোরামের প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াছ হাবিব ভূঁইয়া সহ, স্থানীয় নেতৃবৃন্দ, আপনারা যারা অর্থ, সময় ও মেধা দিয়ে অবদান রেখেছেন, আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন, আমিন। Alhamdulillah All praise be to Allah, Lord of the heavens and the earth. Under the initiative of CJN Expatriate Welfare Forum, inaugurated the construction of a house for a family, present at this time, Mr. Jamal Uddin Jamal, current member of Ward No. 9, and former member M...