মুরাদ মাহবুবকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সহ দপ্তর সম্পাদক করা হয়েছে
মুরাদ মাহবুব CJN প্রবাসী কল্যাণ ফোরামের নিয়মিত সদস্য ছিলেন মুরাদ মাহবুব সৌদি প্রবাসী চৌকুড়ী গ্রামের মরহুম মাহবুল হক সরদারের সন্তান তিনি দীর্ঘদিনের সংগঠনের অত্যান্ত প্রজ্ঞার সাথে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন, তাই তাকে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী তাকে সম্মান সৌরভ সহ দপ্তর সম্পাদক করেছে।