CJN প্রবাসী কল্যাণ ফোরামের কমিটির সংস্কার করা হয়েছে

 CJN প্রবাসী কল্যাণ ফোরামের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় পুনরায় কমিটি সংস্কারের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছ।

সভাপতি এবং সাধারণ সম্পাদক ও অন্যান্য বেশিরভাগ পদ পূর্ণবহল রেখে আবার নতুন কিছু পদ সংযুক্ত করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

১. সভাপতি আরিফ হোসেন 



২. সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা জাশেদ ভূঁইয়া 



৩. সহ সভাপতি আজিজুল হক স্বপন মোল্লা 



৪. সহ সভাপতি জামাল হোসেন 



৫. সহ সভাপতি ইসমাইল হোসেন 



৬. সহ সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া 



৭. সহ সভাপতি জহিরুল হক 



৮. সাধারণ সম্পাদক মোঃ আলম



৯. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন


 ভূঁইয়া 

১০. সাংগঠনিক সম্পাদক মাষ্টার সাইফুল ইসলাম 



১১. সাংগঠনিক সম্পাদক ১ শামসুল হক 




১২. সাংগঠনিক সম্পাদক (২) সাদ্দাম হোসেন পাটোয়ারী 



১৩. সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাঈমুল হাসান 



১৪. প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ জুয়েল 



১৫. সহ প্রচার সম্পাদক মোঃ মাসুদ ভূঁইয়া 


এছাড়া বাকি যারা পূর্বের কমিটিতে ছিলেন আপনাদের পদ বা দায়িত্ব যথাযথ বহাল রইল আশা করি আপনাদের এই নতুনদেরকে সাথে নিয়ে নবীন এবং প্রবীন মিলে সংগঠনের কার্যক্রমকে আগো গতিশীল ও বেগমান করবেন আল্লাহ পাক আপনাদের সকলের এই ভালো কাজগুলোর জন্য দুনিয়া এবং আখেরাতে উত্তম যাযা দান করুক জাযাকাল্লাহ খায়ের ❤️❤️❤️❤️



Comments

Popular posts from this blog

মুরাদ মাহবুবকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সহ দপ্তর সম্পাদক করা হয়েছে

CJNPKF এর সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল হক এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ