কবরস্থানের পবিত্রতা রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে বাউন্ডারি নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে
জন্মিলে মরিতে হবে এটাই প্রকৃতির নিয়ম।
এটা চৌকুড়ী জাতীয় কবরস্থানের দৃশ্য যেখানে শুয়ে আছে আমার আপনার বংশ পিতা, শুয়ে আছে আমাদেরই অনেকেরই পিতা-মাতা দাদা দাদি নানা-নানী আত্মীয়-স্বজন অনেকেই।
যেখানে হয়তো আমার আপনারও শেষ ঠিকানা হতে পারে।
এবং আমার আপনার থেকে জন্ম নেওয়া পরবর্তী জেনারেশন শেষ ঠিকানা হয়তো এটাই হবে।
এই কবরস্থানে শুয়ে আছে চৌকুড়ী জাপানন্দী নাইয়ারা নলুয়াকান্দি সহ আশপাশের অনেক এলাকারই মানুষ।
তাই আমার আপনার আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব আমার আপনার শেষ ঘর শেষ ঠিকানার পবিত্রতা রক্ষা করা সংরক্ষণ করা।
CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে ইতিমধ্যে সামাজিক অনেক কাজ সম্পন্ন হয়েছে।
CJN প্রবাসী কল্যাণ ফোরাম এই জাতীয় কবরস্থানের বাউন্ডারির কাজটাও করার উদ্যোগ হাতে নিয়েছেন অতীতের ন্যায় এই কাজটাতেও আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
এতে আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে দেশে এবং বিদেশে অবস্থানরত সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশা করি।
আপনার আমার সহযোগিতা আপনার আমার শেষ ঠিকানার পবিত্রতা রক্ষা হবে এবং সংরক্ষিত থাকবে জাযাকাল্লাহ খায়ের।
এ সমস্ত কাজে সহযোগিতা করতে চাইলে অথবা সংগঠনের সদস্য হতে চাইলে নিচে দাওয়া লিংকের পেইজে ইনবক্স করুন জাযাকাল্লাহ খায়ের।
https://www.facebook.com/Cjnpcf1

Comments
Post a Comment