একজন ভূমিহীন এর জন্য জমি ক্রয় করার আবেদন
মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে বাসস্থান অন্যতম সেই বাসস্থান তৈরি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে CJN প্রবাসী কল্যাণ ফোরাম। বাসস্থান তৈরি করতে সর্বপ্রথম প্রয়োজন ভূমি তাই যারা ভূমিহীন তাদের ভূমি ক্রয় করতে আর্থিক সহযোগিতা করে আসছেন CJN প্রবাসী কল্যাণ ফোরাম। তারই অংশ হিসাবে এই মানবিক আবেদন, আমাদের এক ভাই তার বসতঘর নেই এবং বসতঘর করার জন্য জমিও নেই। তাই আপনাদের সকলের কাছে সহযোগিতার আবেদন করেছে। তাকে আমরা হয়তো তার সাইদা অনুযায় পরিপূর্ণ বাসস্থান তৈরি করে দিতে পারব না তবে চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতার অনুদানটা তার হাতে তুলে দিয়ে তাকে একটু হলেও স্বস্তি দেওয়ার জন্য। আপনারা সকলেই সব সময় CJN প্রবাসী কল্যাণ ফোরামকে সহযোগিতা করে আসছেন। অতীতের ন্যায় এই আবেদনটিতেও আপনাদের সহযোগিতা কামনা করি। আল্লাহপাক আপনাদের সকলকে এ ভালো কাজগুলোর জন্য উসিলায় দুনিয়া ও আখেরাতে যাযা দান করুক আমিন, জাযাকাল্লাহ খায়ের।
আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া লিংকের পেইজ এর মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
Comments
Post a Comment