সাহায্য নয় সহযোগিতা ত্রাণ নয় উপহার

 


প্রতিবার ন্যায় এইবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে CJN প্রবাসী কল্যাণ ফোরাম ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।

এতে আপনাদের সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করি। 

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতি মন্দা ও কর্মহীনতার কারণে অনেক পরিবারেই তাদের তিন বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে, তারই মধ্যে রমজানের ইফতার ও অতিরিক্ত খরচগুলো এসমস্ত পরিবারগুলোর জন্য অনেকটা সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। 

আমাদের মধ্যে যারা বিত্তবান আছি তাদের সকল খরচ বহন করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। কিন্তু সবাই সম্মিলিতভাবে একটু একটু করে সহযোগিতার মাধ্যমে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি।

এবারে আমরা রমজানের ইফতারের যে প্যাকেটিং গুলো করবো প্রতি প্যাকেট এর মূল্য হয়তো ১০০০-১২০০ টাকার মধ্যে থাকবে।

বর্তমান সময়ে হাজার বারোশত টাকা অনেকেই বন্ধু-বান্ধবের সঙ্গে নাস্তার বিলও দিতে হয়। 

আসুন না এই রমজানে আমাদের ব্যক্তিগত অতিরিক্ত খরচ না করে এই মানুষগুলোর পাশে দাঁড়াই, একজন রোজাদার রোজা রেখে যেই সওয়াব পায় অন্য একজন রোজদারকে ইফতার করালে সমান সওয়াব পাওয়া যায়, চিন্তা করেন একটা ফ্যামিলিতে ৫-৬ জন যদি রোজা রাখে আপনার আমার সহযোগিতাটা ওই ফ্যামিলিটার ঘরে পৌঁছে গেলে পাঁচজন রোজাদারের সওয়ার আপনার পেতে  পারেন।

আল্লাহপাক আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন।

আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো কাজগুলোর জন্য দুনিয়া এবং আখেরাতে উত্তম জাযা দান করুক আমিন।


আমাদের অফিসিয়াল পেজ

https://www.facebook.com/Cjnpcf1?mibextid=ZbWKwL

Comments

Popular posts from this blog

মুরাদ মাহবুবকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সহ দপ্তর সম্পাদক করা হয়েছে

CJN প্রবাসী কল্যাণ ফোরামের কমিটির সংস্কার করা হয়েছে

CJNPKF এর সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল হক এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ