CJN প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে জাতীয় কবরস্থান বাউন্ডারি নির্মাণ কাজের উদ্বোধন
চৌকুড়ী জিয়াশ পুকুরপাড় জাতীয় কবরস্থানের বহুদিন ধরে বিভিন্ন অংশে পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই লক্ষ্যে CJN প্রবাসী কল্যাণ ফোরাম তাদের সাধ্যের মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।
আলহামদুলিল্লাহ এতে আপনাদের যথেষ্ট সারা পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সকলের প্রিয় সংগঠন CJN প্রবাসী কল্যাণ ফোরামের কাজটা আজ ২৮-০২-২৩ ইং স্থানীয় প্রতিনিধি ও প্রবাসী কল্যাণ ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে সকলের জন্য দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
মহান রবের নিকট সাহায্য প্রার্থনা করি যারাই কাজটা পরিচালনা করতেছেন তারা যেহেতু সুস্থ সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারে।
কাজটা অনেক ব্যয়বহুল আমাদের এখন পর্যন্ত যে কালেকশন এতে সম্পূর্ণ কাজ করা সম্ভব হবে না আপনারা চাইলে আরো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।
আমরা অনেকেই নিজেরা থাকার জন্য কত না সুন্দর করে বাড়িঘর নির্মাণ করছি কিন্তু আমাদের শেষ ঠিকানা এই গোরস্থান আমাদেরই রক্ষা করার দায়িত্ব। আসুন সবাই মিলে এই গোরস্থানের বাউন্ডারি ওয়ালের কাজে আর্থিকভাবে সহযোগিতা করি জাযাকাল্লাহ খায়ের।




Comments
Post a Comment