CJN প্রবাসী কল্যাণ ফোরামের উপদেষ্টা মনোনয়ন প্রসঙ্গ



 গত ১০ ই জানুয়ারি ২০২৪ CJN প্রবাসী কল্যাণ ফোরামের কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল আলোচনায় ৩ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয় তারা হলেন



১. জনাব, বেলাল হোসেন তিনি আইল্যান্ড প্রবাসী জনাব বেলাল হোসেন দীর্ঘদিন থেকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সাথে বিভিন্ন সামাজিক ধর্মীয় সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার প্রতি অর্পিত দায়িত্বের মাধ্যমে সমাজ ও মানবতার কাজের জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করবে। 



২. জনাব, শহিদ উল্লাহ তিনি লন্ডন প্রবাসী জনাব শহিদ উল্লাহ দীর্ঘদিন থেকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সাথে বিভিন্ন সামাজিক ধর্মীয় সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার প্রতি অর্পিত দায়িত্বের মাধ্যমে সমাজ ও মানবতার কাজের জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করবে। 



৩. জনাব, মাঈল উদ্দিন ভূঁইয়া (ভুলু) তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মাঈন উদ্দিন ভূঁইয়া (ভুলু) দীর্ঘদিন থেকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সাথে বিভিন্ন সামাজিক ধর্মীয় সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার প্রতি অর্পিত দায়িত্বের মাধ্যমে সমাজ ও মানবতার কাজের জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করবে। 

মহান রাব্বুল আলামিন আমাদের এই প্রানের সংগঠনকে কবুল করুক এবং এই সংগঠনে যারা অর্থ মেধাশ্রম এবং সময় দিয়ে সংগঠনকে সহযোগিতা করছেন আল্লাহপাক আমাদের সকলকে কবুল করুক এই কাজগুলোর উসিলায় দুনিয়া এবং আখেরাতে উত্তম জাযা দান করুক,আমিন।

Comments

Popular posts from this blog

মুরাদ মাহবুবকে CJN প্রবাসী কল্যাণ ফোরামের সহ দপ্তর সম্পাদক করা হয়েছে

CJN প্রবাসী কল্যাণ ফোরামের কমিটির সংস্কার করা হয়েছে

CJNPKF এর সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল হক এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ